প্যারাসুটে নামিনি, লিফটে উঠিনি; আবারও বিস্ফোরক শুভেন্দু অধিকারী

Spread the love

দুদিন আগে কোলাঘাটে বলেছিলেন কাজ করতে গেলে পদ লাগে না। এবার তিনি অর্থাৎ শুভেন্দু অধিকারী আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। এদিন তিনি নন্দীগ্রামে বিজয়া সম্মিলনীতে বলেন, প্যারাসুটে নামেননি কিংবা লিফটেও ওঠেননি। সঙ্গে তিনি বলেন, তাঁর সম্পর্কে কোনও তথ্য যেন তাঁর মুখ থেকেই শোনেন সবাই, অন্য কারও মুখ থেকে নয়।

বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী যোগ দিয়েছিলেন কোলাঘাটে এক বিজয়া সম্মিলনীতে। সূত্রের খবর অনুযায়ী, সেখানেই তিনি সরব হয়েছেন, দলের বিরোধী গোষ্ঠীর উদ্দেশে সরব হন। আমরা দাদার অনুগামীদের আয়োজিত সেই সভায় তিনি বলেন, সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে থাকতে হবে। শুভেন্দু অধিকারী সেদিন আরও বলেছিলেন, মানুষের কাজ করতে গেলে ছাড়পত্র লাগে না। কোনও পদও লাগে না।

সেদিনই ফিরহাদ হাকিমকে এসম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেছিলেন, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব হাসেন অন্তর্যামী। এদিন সকালে নন্দীগ্রামে বিজয়া সম্মিলনীতে যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, প্যারাসুটে নামেননি, লিফটে ওঠেননি। নিজের রাজনৈতিক জীবন সম্পর্কেই তিনি একথা বোঝাতে চান জনগণকে। সেখানেই তিনি বলেন, তাঁকে ওসব করে লাভ হবে না। নিজের সম্পর্কে সভায় আসা জনগণকে তিনি প্রশ্ন করেন আগেকার শুভেন্দু অধিকারীর সঙ্গে বর্তমানের শুভেন্দু অধিকারীর কোনও পার্থক্য আছে কিনা। সমবেত কণ্ঠে উত্তর আসে না।

এরপরেই শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায় ছোটলোকদের বাজে করা বলানো হচ্ছে। তিনি এর কোনও উত্তর দেবেন না। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ২৯ অক্টোবর তৃণমূলের কেউ কেউ তাঁর নাম করে যে মন্তব্য করেছিলেন, তাঁদেরকেই তিনি ছোটলোক বলে বোঝাতে চেয়েছেন।

দিন যত বিধানসভা ভোটের দিকে এগোচ্ছে, শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা তুঙ্গে উঠছে। বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে, শুভেন্দু অধিকারী সম্পর্কে নানা কথাও বলা হচ্ছে। এসম্পর্কেই শুভেন্দু অধিকারীর শনিবারের মন্তব্য। পরিবহণ মন্ত্রী বলেছেন, তাঁর মুখ থেকেই যেন তাঁর সম্পর্কে কথা শোনা হয়। অন্য মুখ থেকে শোনা কথা উড়িয়ে দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, জনগণের সঙ্গে তিনি ছিলেন, আছেন এবং থাকবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*