প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে টুইট মোদী, রাহুল, অধীরের

Spread the love

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শনিবার শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করলেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ ট্যুইটে লেখেন, ‘অসতো মা সৎ গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যোর্মা অমৃতং গময়। মিথ্যে থেকে সত্যি, অন্ধকার থেকে আলো, মৃত্যু থেকে জীবনের পথ দেখিয়েছেন। আমাকে এই শব্দগুলির মাধ্যমে জীবনদর্শন শেখানোর জন্য আমার ঠাকুমাকে ধন্যবাদ জানাই।’

ইন্দিরা গান্ধীর মৃত্যুদিনে ট্যুইট করে তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি লেখেন, ‘দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাই।’

১৯৬৬-র জানুয়ারি থেকে ১৯৭৭ সালের মার্চ পর্যন্ত এবং আবার ১৯৮০ সালের জানুয়ারি থেকে ১৯৮৪ সালের অক্টোবর পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর নিজের বাড়িতে দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী গুলি করে হত্যা করেন তাঁকে।

প্রদেশ কংগ্ৰেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী লেখেন, ভারতবর্ষের লৌহমানবী, Iron Lady, ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন দেশবাসী স্মরণ করে ― শ্রদ্ধা ভক্তি ও আত্মত্যাগের এক নিদর্শন হিসেবে। বল্লভ ভাই প্যাটেল ছিলেন Iron man of India, দেশকে একসূত্রে বেঁধেছিলেন তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার দ্বারা। আজ ভারতবর্ষ নিয়ে আমরা গর্ব করতে পারি শুধু এই বিক্রমশালী ব্যক্তিদের জন্য। তাঁদের জানাই আমার শ্রদ্ধা ও ভক্তি।

অধীর রঞ্জন চৌধুরী

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*