স্বাস্থ্য থেকে প্রশাসন রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে সুর চড়ালেন রাজ্যপাল; দেখে নিন কি বললেন

Spread the love

সূচি মেনেই রবিবার একমাসের উত্তরবঙ্গ সফরের জন্য দার্জিলিং পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

এদিন রাজ্যপাল বলেন, “উত্তরবঙ্গে সরকারি কর্মীরা রাজনৈতিক দলের অনুগত। দার্জিলিঙের এসপি-ডিএম-কে বলছি, রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না। আগুন নিয়ে খেলবেন না। আমলাদেরও একই কথা বলছি।”

স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তিনি বলেন ‘কোভিড প্রমাণ করেছে রাজ্যে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পের প্রকাশ্য বিরোধিতা রাজ্যের।সঙ্কটের সময় আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করা উচিত ছিল। দূরদর্শিতার অভাবে ভুগেছেন রাজ্যবাসী।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*