যুবকের দেহ উদ্ধার, কল্যানী বন্ধের ডাক বিজেপির

Spread the love

কল্যাণীর গয়েশপুর এক যুবকের গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজয় শীল নামে ৩৪ বছরের ওই যুবককে রবিবার সকালে স্থানীয় একটি বাগানে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপরই আসরে নেমেছে বিজেপি। বাংলা বিজেপির প্রথম সারির নেতারা ওই যুবককে তাদের যুব সংগঠনের কর্মী হিসেবে পরিচয় দিয়ে, আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তার মৃত্যুতে সোমবার কল্যাণী বন্ধের ডাক দিয়েছে বিজেপি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক পারিবারিক কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। যদিও বিজেপির অভিযোগ, তাকে খুন করে দেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সংসদ সদস্য লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতা-নেত্রীরা এই ইস্যুকে সামনে রেখে কল্যাণীতে তৃণমূলকে কাঠ গড়ায় তুলেছেন। বিজেপি সাংসদ তথা দলের সাধারন সম্পাদক লকেট চট্টোপাধ্যায় ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।


https://www.facebook.com/175035336198013/posts/1236300086738194/

পুলিশের অবশ্য বক্তব্য, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। যদিও বিজেপি বিধানসভা ভোটের আগে এমন ইস্যুতে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে মাঠে নেমে পড়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*