রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা শুরু করার বিষয়ে আজ বিকেল ৫টায় নবান্নে রাজ্য প্রশাসন ও পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে সীমিত সংখ্যক লোকাল ট্রেন চালানোর কথা ইতিমধ্যেই ভেবেছে রাজ্য সরকার।
সেই নিয়ে গতকাল একটি চিঠিও কেন্দ্রকে পাঠান রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।এদিকে সাধারণ যাত্রীরা শনিবার হাওড়ায় রেলকর্মীদের জন্য নির্দিষ্ট ট্রেনে উঠতে চাওয়ায় ব্যাপক গোলমাল হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেলরক্ষী বাহিনী লাঠি চালায় বলে জানা গেছে। তবে আজ বৈঠকে কি হয় সেটাই দেখার বিষয়।
Be the first to comment