রাজস্থান সরকার দেওয়ালিতে বাজি পোড়ানো নিষিদ্ধ করে দিল। বাজি কেনাবেচাও নিষিদ্ধ। ফলে বাজিবাজার আর বসবে না এবার রাজস্থানে। বাজিদূষণের ফলে করোনা সংক্রমণ কয়েকগুণ বেড়ে যেতে পারে বলে বিশেষজ্ঞদের মতামতের জেরে রাজস্থান সরকারের এই সিদ্ধান্ত।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একইরকম ভাবে সতর্ক করেছেন রাজ্যের চিকিৎসকরা। কিন্তু রাজ্য সরকার এখনও এব্যাপারে কোন সিদ্ধান্ত জানায়নি। তবে এই অনিশ্চয়তায় রাজ্যের পাইকারি বাজিবাজার এখনও জমেনি। কিন্তু কেনাবেচা নিষিদ্ধ না হলে বাজিদূষণ পুরোপুরি বন্ধ করা যাবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে। একই পরিস্থিতি দিল্লিতেও।
Be the first to comment