১০ শতাংশ নয়, প্রথম থেকেই পর্যাপ্ত সংখ্যায় ট্রেন চালাতে চিঠি রাজ্যের

Spread the love

সোমবার নবান্নে বৈঠকের ১২ ঘণ্টার মধ্যেই চমকপ্রদভাবে রেলকে চিঠি দিল রাজ্য সরকার। মঙ্গলবার সকালে রাজ্যের তরফে রেলকে চিঠি দিয়ে আবেদন করা হয়েছে প্রথমেই পর্যাপ্ত সংখ্যক ট্রেন চালানোর। যদিও নবান্নের বৈঠক রেল জানিয়ে দিয়েছিল, প্রথম দিনই ১০ থেকে ১৫ শতাংশ ট্রেন চালু করতে চায় রেল কর্তৃপক্ষ। এরপর কালীপুজো মিটলে সেই সংখ্যা বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ৫ নভেম্বর ফের বৈঠকে।

এদিন সকালে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের তরফে রেলকে চিঠি দিয়ে বলা হয়েছে প্রথম থেকেই পর্যাপ্ত পরিমাণে ট্রেন চালাতে হবে, না হলে ভিড় সামাল দেওয়া যাবে না। কেননা ট্রেন চালানোর জন্য কোন মতেই কোভিড বিধি অমান্য না করার ব্যাপারে দুপক্ষই অঙ্গীকারবদ্ধ। কিন্তু রেলের থেকে জানানো হয়েছে, যদি করো না বিধি মানতে হয়, তাহলে প্রতিটি ট্রেনে ৫০ শতাংশ আসন খালি রেখে চলতে হবে।

আবার রেল যদি অনলাইনে টিকিট বিক্রি করে, সেক্ষেত্রেও প্রযুক্তিগতভাবে কতটা তা সম্ভব তা নিয়েও প্রশ্ন উঠেছে। কেননা রেলের যে অ্যাপ সাধারণভাবে ব্যবহার করা হয়, সেখানে নির্দিষ্ট সংখ্যক টিকিট এরপর আর তা দেওয়া হবে না, এমন কোন অপশন এখন পর্যন্ত নেই। ফলে এই টিকিট না দেওয়ার বিষয়টা কিভাবে বাস্তবায়িত হবে তাও বুঝে উঠতে পারছেন না রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা। তাই তারা চাইছেন বাস্তবে যাত্রীদের উপকারের কথা মাথায় রেখে এবং গোলমাল ঠেকাতে প্রথম থেকেই পর্যাপ্ত পরিমাণে ট্রেন চালু হোক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*