বাইডেনের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ, আদালতে যাওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

Spread the love

ভোট গণনা চলাকালীন ডেমোক্র‌্যাট পদপ্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের করা সেই টুইট ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

এই পরিস্থিতিতে আসরে নেমে টুইটারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, ট্রাম্পের করা টুইটটি ‘‌বিভ্রান্তিকর’‌। মার্কিন প্রেসিডেন্টের টুইটটির উপরে একটি স্টিকার সাঁটিয়ে দেওয়া হয়েছে এবং জানিয়ে রাখল, টুইটটি নির্বাচন সম্পর্কে ‘‌ভুল বার্তা’‌ দিতে পারে।

ইতিমধ্যেই বাইডেনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে, বাইডেনও পাল্টা বলেছেন, তাঁর লিগাল টিম তৈরি আছে।

পরবর্তী চার বছর কার দখলে যাচ্ছে হোয়াইট হাউজের তা জানতে গোটা বিশ্ব এখন তাকিয়ে রয়েছে আমেরিকার নির্বাচনের দিকে। রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই চলছে ট্রাম্প–বাইডেনের মধ্যে। এদিকে ভোট গণনা চলাকালীন ট্রাম্প টুইট করেছেন, ‘‌আমরা নির্বাচনে বড় জয়ের দিকে এগোচ্ছি। কিন্তু ওরা ভোটে কারচুপি করছে। কিন্তু কি হবে তা হতে দেব না। ভোটগ্রহণ বন্ধ হয়ে যাওয়ার পর আর ভোট দেওয়া যায় না।”

এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন প্রায় বেশিরভাগ রাজ্যগুলিতে জেতার পথে। সকাল এগারোটা নাগাদ বাইডেন ২০৫টি আসনে এগিয়ে যেখানে ট্রাম্প এগিয়ে ১৩৬টি আসনে। জেতার জন্য ২৭০টি আসন দরকার পড়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*