লোকাল ট্রেন চালু করা নিয়ে বাম-কংগ্রেসের সাংবাদিক বৈঠক

Spread the love

আজ ৪ঠা নভেম্বর বুধবার কংগ্রেস বাম পরিষদীয় দল একটি যুগ্ম সাংবাদিক সম্মেলন করেন। বিষয়বস্তু ছিল লোকাল ট্রেন চালু করা। কংগ্রেস পরিষদীয় দলনেতা আব্দুল মান্নান বলেন সংকটে যাত্রীরা, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত মানুষ, হকার, দিনমজুর। এদের লোকাল ট্রেনের অভাবে দুরাবস্থা অবর্ণনীয়।

তিনি বলেন, আমরা ১৩ই অক্টোবর মুখ্যমন্ত্রীকে এই নিয়ে চিঠি দিয়েছিলাম। কিন্তু যখন জনরোষ দেখা দিল তখন রাজ্যের ঘুম ভাঙলো। আবার এখন রাজ্য রেল বলছে ট্রেনের সংখ্যা কমিয়ে দেবে। এটা বাস্তব দৃষ্টিভঙ্গি নয়। বরং ট্রেনের সংখ্যা বাড়িয়ে দিলে কোভিড বিধিও মানা হবে এবং বেশি সংখ্যক মানুষ ট্রেনে চড়ে যেতে পারবে। তাই সরকারের কাছে অনুরোধ আগুন নিয়ে খেলবেন না। মানুষকে বোকা বানাতে যাবেন না, সমস্যা বাড়াবেন না। ট্রেন কমিয়ে দেবেন না বরং বাড়িয়ে দিন।

এবিষয়ে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন সবজান্তারা রাজ্য চালাচ্ছেন। লোকাল ট্রেন অবিলম্বে চলা উচিত এবং তার সংখ্যা বাড়িয়ে দেওয়া উচিত। ট্রেন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত ভুল অবিবেচনাপ্রসূত। গরিব, দিন মজুর, স্বল্প পয়সার মানুষ, যারা বাড়িতে বাড়িতে কাজ করেন তারা কিভাবে আসবেন। তিনি বলেন, আশা করি সরকারের বোধ বুদ্ধির উদয় হবে। আমরা চাই সরকারের বোধোদয় হোক। বর্তমান যা ব্যবস্থা তাতে মানুষের সর্বনাশ হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*