অর্ণব গোস্বামীকে ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ আদালতের

Spread the love

পুলিশ তাঁকে হেফাজতে চাইলেও, মহারাষ্ট্রের আলিবাগ আদালত অবশ্য অর্ণব গোস্বামীকে ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিল। বুধবার আদালতে পুলিশ দাবি করে, অর্ণব গোস্বামীকে তাদের হেফাজতে দেওয়ার জন্য।

কিন্তু আদালতের বক্তব্য, এই একই ঘটনায় এর আগে এই পুলিশি তিনজনকে ক্লিনচিট দিয়েছিল। তাহলে আবার হঠাৎ কেন পুলিশ তাদের হেফাজতে নিতে চাইছে? তাই আদালত পুলিশের আবেদন অগ্রাহ্য করে রিপাবলিক টিভি মালিক অর্ণব সহ আরও দু’জনকে ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

এর আগে বুধবার সকালেই অর্ণব গোস্বামীর বাড়িতে হানা দেয় পুলিশ। ইন্টেরিয়র ডিজাইনার আনভি নায়েক ২০১৮ সালে আত্মহত্যা করেন। তাঁর সুইসাইড-নোট অনুযায়ী, তাকে দিয়ে রিপাবলিক টিভি স্টুডিওর সাজসজ্জার কাজ করিয়ে নেওয়ার পর চুক্তি অনুযায়ী অর্থ অর্ণব গোস্বামীরা দেননি বলে অভিযোগ।

যদিও গত দু’বছর ধরে এই মামলায় কিছুই করেনি মহারাষ্ট্র পুলিশ। হঠাৎ করে গত মে মাস নাগাদ এই মামলা খুঁড়ে বের করে পুলিশ। আর সেই মামলাতেই এদিন তাকে গ্রেপ্তার করা হয়। যদিও অর্ণবের আইনজীবী জানিয়েছেন, মুম্বাই হাইকোর্টে জামিনের জন্য মামলা দায়ের করা হয়েছে। সম্ভবত বৃহস্পতিবার এ শুনানি হবে সেই মামলার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*