বারবার রাজ্যের বিষয়ে হস্তক্ষেপ করছে, কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

Spread the love

আমরা কেন্দ্রীয় সরকারের নিয়মে হস্তক্ষেপ করি না। কিন্তু কেন্দ্রীয় সরকার বারবার করে রাজ্যের উপরে হস্তক্ষেপ করছে । এজেন্সি দিয়ে রাজ্যের আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে। সংবিধানের দায়বদ্ধতা কেন্দ্র-রাজ্য উভয়কে মানতে হবে। বৃহস্পতিবার নবান্ন সভা ঘরের প্রশাসনিক বৈঠক থেকে এভাবেই কেন্দ্রকে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অমিত শাহর রাজ্য সফরের দিনই আজ নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের একদম শুরু থেকেই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে ছিলেন তিনি। সরাসরি আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার জাতীয়তাবোধ ভেঙে দিতে চাইছে। নির্বাচিত সরকারকে ডিঙিয়ে কাজ করা হচ্ছে। বহিরাগতদের বাংলা মেনে নেবে না। ছেড়ে কথা বলবে না বাংলা। চোখরাঙানি বরদাস্ত করবে না। কোনওরকম হুমকির রাজনীতি বরদাস্ত নয়। প্যানডেমিক আইন অধিকাংশ সাধারণ মানুষ মেনেছেন। দু’একটি রাজনৈতিক দল প্যানডেমিক ছড়াচ্ছে। অনুমতি ছাড়া মিছিল করছে। রাজনীতি করতে গিয়ে মানুষের ক্ষতি করবেন না। লক্ষণ-রেখা মানা উচিত।

এদিকে বাঁকুড়াতে নিমন্ত্রণ খেতে গেছেন বলে নাম না করে অমিত শাহকে কটাক্ষ করলেন মমতা। অন্যদিকে, ১০০ দিনের কাজে গুরুত্ব দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী । এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ১০০ দিনের কাজে বাংলা ১ নম্বরে । হাওড়া, নদিয়া ও কোচবিহার-সহ কয়েকটি জেলা পিছিয়ে রয়েছে । ১৮ নভেম্বর থেকে ভোটার কার্ড সংশোধনী শুরু হওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী । মানুষের সমস্যার যাতে সমাধান হয়, সংশোধনী করতে গিয়ে ফিরে না আসতে হয়, সেই বিষয়টি দেখভাল করার জন্যও পরামর্শ দেন তিনি।

আজকের প্রশাসনিক বৈঠক থেকে গ্রামীণ রাস্তায় ওভারলোড করা গাড়ি চালাতে নিষেধ করেন তিনি । তার বক্তব্য, ” সরকারের ক্ষমতায় আসার পরে ৯ লাখ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে । গ্রামীন রাস্তায় ওভারলোড গাড়ি যাবে না।

মুখ্যমন্ত্রী আরও জানিয়ে দেন, গাইডলাইন মেনে কালীপুজো হবে। তাঁর কথায়, জেলার প্রশাসনিক আধিকারিকরা সবাই ভালো কাজ করছেন। তাই সুস্থতার হার বাড়ছে। মৃত্যু হারও কমছে। বলেন, সাধারণ মানুষ কোরোনার নিয়ম মানছেন। দুর্গাপুজো হয়ে যাওয়া সত্বেও আমাদের রাজ্যে কোরোনা ব্যাপকতা পায়নি। লোকাল ট্রেন যখন চালু হবে, তখনও যেন স্যানিটাইজেশন নিয়মিত করা হয়। আর যেন ট্রেনের সংখ্যা বাড়ানো হয়। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*