মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপিকে ‘সবক’ শেখাবোঃ বিমল গুরুং

Spread the love

কলকাতার ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে বিমল গুরুং বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করেন। তিনি সাফ জানিয়ে দেন, বিজেপিকে “সবক” শেখাতে ২০২১-এর নির্বাচনে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন। এদিন সাংবাদিক সম্মেলনে দার্জিলিং মিউনিসিপ্যালিটির ১৭ জন কাউন্সিলর, যারা বিজেপিতে ছিলেন তাঁরা আবার গুরুংয়ের হাত ধরলেন। গোর্খা জনমুক্তি মোর্চার হলুদ সবুজ পতাকা তুলে দেওয়া হয় তাদের হাতে।

গুরুং বলেন, ১৭ বছর ধরে বিজেপি তাঁদের কথা রাখে নি। তাই এদের ঘর ওয়াপসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন গুরুং। মমতা নেতৃত্বের প্রতি আস্থাশীল তিনি তা স্পষ্ট জানিয়ে দেন। রাজ্যে যখন অমিত শাহ, সেইসময় গুরুংয়ের বিজেপির সঙ্গ ত্যাগ করে তৃণমূলের সঙ্গে হাত মেলানো যথেষ্ট ইঙ্গিতবাহী।

তবে বিনয় তামাংয়ের প্রসঙ্গ সুকৌশলে এড়িয়ে যান তিনি। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় বিমল ও বিনয় এই যুযুধান দুপক্ষকে সামলান কিভাবে? পাহাড়ের রাশ হারিয়ে বিজেপিও যে চুপ করে বসে থাকবে না সেকথা বলাই বাহুল্য।

তবে এদিন বিনয় তামাংও সাংবাদিকদের জানিয়েছেন আগামীকাল অর্থাৎ শুক্রবার আমাদের দলের ১৮ জন কাউন্সিলর দার্জিলিং থেকে সাংবাদিক সম্মেলন করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*