কলকাতায় ভোরের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে ৷ উত্তর দিক থেকে শীতল বাতাস প্রবেশ করছে রাজ্যে । কলকাতায় তাপমাত্রা কমে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামল। আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
গত তিনদিনে তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি কমেছে কলকাতায়। শুধু কলকাতাতেই নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা কমেছে অনেকটাই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালে থাকছে শীতের আমেজ। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হচ্ছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ভারতের রাজ্যগুলির ছাড়া দেশের অধিকাংশ রাজ্যে তাপমাত্রা কমবে আগামী তিন থেকে চার দিন।
বিহার, ওড়িশা ও পশ্চিমবঙ্গে আগামী তিন-চারদিন তাপমাত্রা ৮ ডিগ্রি পর্যন্ত কমবে। দেশের উত্তর-পশ্চিমের রাজ্যগুলোতে তাপমাত্রা দ্রুত কমবে। যদিও দক্ষিণ ভারতে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে এবং কর্নাটকের উপকূলে নিম্নচাপ অক্ষরেখার জেরে আগামী কয়েকদিন তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Be the first to comment