আমেরিকার প্রেসিডেন্ট পদের আরও কাছে পৌঁছলেন ডেমোক্র্যাট চ্যালেঞ্জার জো বাইডেন। সরকারি ভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা না হলেও বাইডেনের ঘোষণা, তাঁরাই এই দৌড়ে জিতছেন।
আজ সকালে বাইডেন বলেন, ‘‘আমার সহ-নাগরিকরা, জয়ের চূড়ান্ত ঘোষণা এখনও হয়নি বটে। তবে সংখ্যা স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য কথা বলছে। আমরাই এই দৌড়ে জিতছি।’’
যে ৪টি রাজ্যের ইলেক্টোরাল ভোট পেলেই হোয়াইট হাউসের কুর্সি দখলে আনতে পারবেন বাইডেন, তার মধ্যে পেনসিলভেনিয়ায় ২৮ হাজার ভোটে ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন তিনি। ওই রাজ্যে ২০টি ইলেক্টোরাল ভোট রয়েছে। পেনসিলভেনিয়া দখলে এলেই প্রেসিডেন্ট পদের জন্য ২৭০-এর ম্যাজিক ফিগার ছুঁতে পারবেন বাইডেন।
Be the first to comment