অযোধ্যায় এবারের দীপাবলি একেবারে অন্যরকম। আদালত অযোধ্যায় রামমন্দির গড়ার অনুমতি দেওয়ার পর এটাই প্রথম দীপাবলি। এবার অযোধ্যায় রাম জন্মভূমিতে অন্যরকম ভাবে পালন করবে আলোর উৎসব।
অযোধ্যায় দীপাবলি পালন নিয়ে সম্প্রতি একটি বৈঠক করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই বৈঠকে তিনি বলেন, রাম কি পিড়ি ঘাটে দীপাবলির দিন জ্বলবে ৫.৫১ লাখ মাটির প্রদীপ।
ঐ রাজ্যের পর্যটনমন্ত্রী নীলকান্ত তিওয়ারি এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘পাঁচশো বছর লড়াই করার পর শেষপ্রর্যন্ত সুপ্রিম কোর্ট অযোধ্যায় রাম মন্দির তৈরির নির্দেশ দিয়েছে। করোনা সংক্রমণ না হলে এবারের এই উৎসবে কয়েক কোটি মানুষ যোগ দিতে পারতেন। কিন্তু এবার তা ভার্চুয়ালি দেখতে হবে।’
Be the first to comment