আজ দুপুরে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার মাড়গ্রামে প্রয়াত মুর্শিদাবাদ জেলা পরিষদের বন ভূমি কমার্ধ্যক্ষ মফিজউদ্দিন মণ্ডলের স্মরণ সভায় যোগদান করেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সভায় জেলাপরষিদের অনেক তৃণমূল নেতা উপস্থিত থাকলেও, ছিলেন না মুর্শিদাবাদ জেলার অনেক তৃণমূল নেতা।
সেখানেই তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা ভাগ স্পষ্ট হয়ে গেল বলেই অনেকে মন্তব্য করছেন।বেশ কিছু দিন ধরেই খড়গ্রাম এই স্মরণ সভাকে ঘিরে রাজনৈতিক পারদ ছিল তুঙ্গে। এই সভায় কোথাও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল পোষ্টার ছিল না।
এই নিয়ে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, “বাংলায় তৃণমূলের রাজনৈতিকভাবে শক্তিবৃদ্ধির পিছনে শুভেন্দু অধিকারীর ভূমিকা উল্লেখযোগ্য। নন্দীগ্রামের মানুষের অধিকারী পরিবারের প্রতি আস্থা রয়েছে।” তিনি আরোও বলেন, “কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘প্রোমোট’ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে ‘ছেঁটে’ ফেলতে চাইছেন।”
Be the first to comment