পূর্ণ সময়ের সরকারি কর্মীদের ভোটের কাজে যুক্ত করার দাবি জানালো বাম ও বিজেপি। সোমবার নির্বাচন কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠকে হাজির ছিলেন সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বাম এবং বিজেপির প্রতিনিধিরা বলেন, যারা সরকারি স্থায়ী কর্মী, তাদেরকেই ভোটার তালিকা সহ যাবতীয় ভোটের কাজে নিযুক্ত করা হোক।
এদিন ওই বৈঠকে থাকা সব রাজনৈতিক দলই নির্ভুল এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির জন্য আবেদন করেন। আগামী বছর ১৩ জানুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কমিশনের কাছে এদিন রাজনৈতিক দলগুলির বক্তব্য, নতুন ভোটাররা যাতে কোনো জটিলতা ছাড়াই তালিকায় নাম তুলতে পারেন, সেই বিষয়টি দেখা হোক।
মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের ডাকা ওই বৈঠকে রাজনৈতিক দলের নেতারা তাদের মতামত জানান। বিজেপির তরফ এ জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেন, বহু ক্ষেত্রে সরকারি কর্মীরা বাড়িতে বসে কাজ করছেন। কিন্তু নির্ভুল ভোটার তালিকা করতে গেলে সরকারি ওই কাজে যুক্ত কর্মীদের বাড়ি যাওয়া প্রয়োজন।
তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্যায় বলেন, বুথের অফিসাররা নিয়মিত কাজ করবেন এ নিশ্চয়তা দিতে হবে কমিশনকে। তারা কবে বসবেন বুথে আগাম জানাতে হবে সাধারণ মানুষকে।
সিপিএমের তরফে রবিন দেব বলেন, মালদা, মুর্শিদাবাদের নদী ভাঙ্গন এলাকায় যেসব ভোটারের বাড়ি ঘর জলে চলে গিয়েছে, তাদের ঠিকানা বদল হয়েছে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য বি এল ও দের কার্যকরী ভূমিকা নিতে হবে। কিন্তু তারা ফিল্ডে না গিয়ে বাড়িতে বসে কাজ করছেন বলে অভিযোগ বিজেপির।
Be the first to comment