বিহারের নির্বাচনে যা ট্রেন্ড তাতে বোঝাই যাচ্ছে এন ডি এ সরকার গঠন করতে চলেছে। এখনও পর্যন্ত এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে বিজেপি। ম্যাজিক ফিগার ১২২ পেরিয়ে যাওয়ার দিকে এগিয়ে চলেছে। তাহলে সেফলজিস্টদের বা ভোট বিশেষজ্ঞদের ভবিষ্যৎবাণী কী হলো? প্রায় সবকটি সমীক্ষার রিপোর্টেই পাল্লা ভারি ছিল লালুপুত্র তেজস্বীর।
সমীক্ষার রিপোর্ট বলেছিল, হয় মহাজোট সরকারে আসবে নয়তো ত্রিশঙ্কু হবে বিহার বিধানসভা। কিন্তু ফলাফল হলো এনডিএর পক্ষে। এব্যাপারে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি মুকুল রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ভবিষ্যৎ বানী বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়।
নন্দীগ্রাম দিবসে শুভেন্দু অধিকারীর সভা নিয়ে প্রশ্ন করা হয় মুকুল রায়কে। নন্দীগ্রামে ফিরহাদ হাকিমের নেতৃত্বে তৃণমূলের সভার প্রশ্নও উঠে আসে। মুকুলবাবু বলেন, নন্দীগ্রাম দিবস চিরকালই পালন করে এসেছে শুভেন্দু সেখানে তৃণমূল কংগ্রেসের কোনও ব্যানার থাকে না। হঠাৎ করে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম দিবস কেন পালন করছে?
Be the first to comment