কোরোনা পজ়িটিভ রাজ্য পুলিশের DG পি বীরেন্দ্র ৷ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন নবান্নের সভাঘরে বৈঠকে অনুপস্থিত ছিলেন তিনি ৷ সে বিষয়ে জানতে গিয়েই তাঁর কোরোনা পজিটিভ হওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী ৷
চিকিৎসকদের পাশাপাশি কোরোনা যুদ্ধে একদম সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছে পুলিশ – প্রশাসন। তাঁদের উদ্যোগেই সম্ভব হয়েছে লকডাউন প্রক্রিয়া সফল করা। সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য উদয়-অস্ত কাজ করে চলেছেন তাঁরা । যার ফলে একের পর এক পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হচ্ছেন। এমনকী বেশ কয়েকজন পুলিশ কর্মীর মৃত্যুও ঘটেছে সংক্রমণে। কিছুদিন আগে কোরোনা আক্রান্ত হয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। হোম আইসোলেশনে ছিলেন তিনি। এবারে আক্রান্ত হলেন রাজ্য পুলিশের DG বীরেন্দ্র কুমার। আক্রান্ত হওয়ার কারণে আজ নবান্ন সভাঘরের শারদ সম্মান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি।
DG এর উপস্থিত না থাকার কারণ সভায় প্রকাশ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী । তবে তাঁর শারীরিক অবস্থার খুঁটিনাটি সম্পর্কে তেমন কিছুই জানাননি তিনি । এমনকী হাসপাতাল কিংবা হোম আইসোলেশন রয়েছেন কি না সে খবরও মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে জানা যায়নি।
অন্যদিকে, দুর্গাপুজো ভালোভাবে পরিচালনা করার জন্য আজকের শারদ সম্মান প্রদানের অনুষ্ঠান থেকে ক্লাব ও পুলিশকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। একই রকম ভাবে আসন্ন কালীপুজো সহ অন্যান্য পুজোর দিন গুলোতেও কোভিড সচেতনতা রক্ষা ও ভিড় নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment