রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পুজো নিষিদ্ধ করলো হাইকোর্ট, শোভাযাত্রাতেও জারি একাধিক নিষেধাজ্ঞা

Spread the love

করোনা আবহে দূষণ শঙ্কায় ছটপুজো নিয়ে চরম সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের। রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে নিষিদ্ধ হল ছটপুজো। শোভাযাত্রাতেও একাধিক বিধি নিষেধ জারি করেছে কলকাতা হাইকোর্ট। করোনা সংক্রমণ এড়াতে আগেই রাজ্যে বাজি পোড়ানোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ছট পুজো নিয়েও সিদ্ধান্ত জানিয়ে দিল আদালত।

সুভাষ সরোবর ও রবীন্দ্র সরোবরে ছট পুজো নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট। গত কয়েক সপ্তাহ ধরেই রবীন্দ্র সরোবরে ছট পুজো নিয়ে মামলা চলছিল। ছট পুজোয় ভিড় নিয়ন্ত্রণ নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। সেই রিপোর্টে আজ আদালতকে রাজ্য সরকার জানায়, ছট পুজো যেহেতু পরিবার কেন্দ্রীক তাই কোন পরিবার থেকে কতজন বেরোবেন সেটা আগে থেকে জানা সম্ভব নয়। তার পরেই রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পুজো নিিষদ্ধ করার কথা ঘোষণা করে কলকাতা হাইকোর্ট।

আগেও রবীন্দ্র সরোবরে ছট পুজো নিয়ে আপত্তি জানিয়েছিলের পরিবেশ কর্মীরা। পরিবেশ আদালত রবীন্দ্র সরোবরে ছট পুজোয় নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু গতবছর তা উপেক্ষা করেই রবীন্দ্র সরোবরে ভেতরে ঢুকে পুজো করেন বিহারিরা। এবার তাই আগে থেকেই এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরিবেশকর্মীরা। সেই মামলাতেই এই রায় দেয় কলকাতা হাইকোর্ট।

প্রতিবছরের মতো এবার আর শোভাযাত্রা করে ছট পুজো করতে দেওয়া হবে না। করোনা কারণে নিয়ন্ত্রিত হবে শোভা যাত্রা। ২ জনের বেশি শোভা যাত্রা যাওয়া যাবে না বলেই আগে থেকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাজি পোড়ানোতে আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই নির্দেশই বহাল থাকছে। কাজেই করোনা আবহে এবার ছটপুজোতেও কোপ পড়বে আনন্দে।

এবছরের মতো বাজি পোড়ানোয় রাজ্যে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। দুর্গাপুজোর মতোই কালীপুজো, জগদ্ধাত্রীপুজো এবং কার্তিক পুজোতেও মণ্ডপে নিয়ন্ত্রণ করা হয়েছে। নো এন্ট্রি জোন থাকবে রাজ্যের পুজোগুলির মণ্ডপ। দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। হাইকোর্টের নির্দেশ পাওয়ার চন্দনগরে অনেকে বড় পুজোই ঘটপুজো করার সিদ্ধান্ত নিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*