বিশ্বের কনিষ্ঠতম কম্পিউটার প্রোগামার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করল আরহাম

Spread the love

বিশ্বের কনিষ্ঠতম কম্পিউটার প্রোগামার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করল আমদাবাদের আরহাম ওম তালসানিয়া। তাঁর বয়স মাত্র ৬ বছর।

আরহাম দ্বিতীয় শ্রেণিতে পড়ে আরহাম। পাইথন প্রোগামিং ল্যাঙ্গুয়েজ-এ পাশা করে এই কৃতিত্ব অর্জন করেছে সে। এর আগে মাইক্রোসফট সার্টিফিকেশন পরীক্ষাও পাশ করেছে আরহাম।

এবিষয়ে আরহাম বলে, “পাইথনের সার্টিফিকেট যখন পেলাম ছোট ছোট গেম বানানো শুরু করি। গিনেস সংস্থা থেকে আমার কাজের নমুনা চেয়ে পাঠানো হয়। কয়েক মাস পর তারা জানায় গিনেস রেকর্ডের জন্য নির্বাচিত হয়েছি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*