দুর্গাপুজোর মতো বেশ আগেভাগে কালীপুজোরও উদ্বোধন পর্ব সেরে রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শহরের একাধিক কালীপুজো মণ্ডপের সূচনা করলেন তিনি। মুখ্যমন্ত্রীর একের পর এক পুজো উদ্বোধনের সঙ্গে সঙ্গে আবারও শহরে ফিরে এল উৎসবের মেজাজ।
শনিবার কালীপুজো। বর্তমানে কোরোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দুর্গাপুজোর মতো কালীপুজো মণ্ডপেও নো এন্ট্রির রায় দিয়েছে হাইকোর্ট। এমনকী বাজি পোড়ানো সহ নানা বিষয়ে রয়েছে নিষেধাজ্ঞা। ফলে, রীতিমতো হতাশ পুজো উদ্যোক্তারা। নিষেধাজ্ঞা থাকলেও শহরের আকাশে বাতাসে যাতে উৎসবের মেজাজ ফিরে আসে তার জন্য উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ নবান্নে মন্ত্রীসভার বৈঠক শেষ করে তড়িঘড়ি করে পুজোর উদ্বোধনের জন্য রওনা হন মুখ্যমন্ত্রী। এদিন প্রথমে উদ্বোধন করেন গিরীশ পার্কের ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপ । এরপর জানবাজার সম্মিলিত কালীপুজোর উদ্বোধন করেন তিনি । এরপর একে একে ইউথ ফ্রেন্ডসের কালী পুজো ও ভবানীপুর ভেনাস ক্লাবের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর ভূমিকায় খুশি পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ। প্রসঙ্গত, প্রতিবছর নিয়ম করে শহরের বড় পুজোগুলির উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে সংক্রমণ পরিস্থিতিতেও তাঁর এই নিয়মের অন্যথা ঘটল না।
Be the first to comment