কলকাতার তাপমাত্রা সামান্য কমলেও জাঁকিয়ে শীত এখনই নয়। বরং বেলা বাড়লে অস্বস্তি থাকবে। হাল্কা শীতের আমেজ থাকবে রাত ও সকালের দিকে। এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর৷ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। পারদ সামান্য নামলেও এখনই জাঁকিয়ে শীত নয় বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আপাতত চার পাঁচ দিন কুড়ি ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে।
কলকাতায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ রয়েছে ৯১ শতাংশের মতো। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ বেশি থাকায় দুপুরের দিকে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।আগামী দু’ তিন দিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে উত্তর-পশ্চিম ভারতে। ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে পূর্ব মধ্য ও দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে।
বৃহস্পতি, শুক্র এবং রবিবার পর পর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এর ফলে জম্মু কাশ্মীর, লাদাখ ও মোজাফফরপুর শনি ও রবিবার ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। এই তুষারপাতের ফলে শীতল হাওয়া এলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
Be the first to comment