বিধ্বংসী আম্ফান ঝড়ে ত্রাণ ও পুনর্বাসন এর জন্য কেন্দ্র ইতিমধ্যেই এক হাজার কোটি টাকা সাহায্য করেছে রাজ্যকে। কিন্তু এই অনুদান পর্যাপ্ত নয় বলে বারে বারে দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার আম্ফান এর জন্য আরো ২৭০০ কোটি টাকা সাহায্যের ঘোষণা করল কেন্দ্র সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠিত হয়। এ রাজ্যের সঙ্গে আরও ৫ রাজ্যকে ঘূর্ণিঝড় এবং প্রাকিতিক দুর্যোগ মোকাবিলার জন্য প্রায় ৪ হাজার ৩৮১ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এবছরই বিধ্বংসী আম্ফান ঝড় সুন্দরবনের সাগরদ্বীপের কাছে উপকূলে আছড়ে পড়েছিল। ১৮৫ কিলোমিটার গতিবেগে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল ২ উত্তর ২৪ পরগনা, ও কলকাতা সহ রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল।
এরপর ২৩ মে রাজ্যের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে আসেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রাজ্যকে এক হাজার কোটি সাহায্যের ঘোষণা করেন। সেই টাকা সঙ্গে সঙ্গেই রাজ্যকে দিয়ে দেওয়া হয়। তার সঙ্গে শুক্রবার জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে বরাদ্দ হলো আরো পয়েন্ট ২৭০৭.৭৭কোটি টাকা
বিধানসভা ভোটের আগে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে অমিত শাহ এই অর্থ মঞ্জুর করেছেন বলে রাজনৈতিক শিবিরের একাংশ মত প্রকাশ করেছে। যদিও অন্য আরও পাঁচটি রাজ্যে অনুদান দেওয়া হচ্ছে সেগুলোতে ভোট নেই। তাই এটা রাজনৈতিক ভাবে দেখা উচিত নয় বলে মনে করছে বিজেপি।
Be the first to comment