করোনা পরিস্থিতিতে এবারের দীপাবলি একটু অন্যরকম। এবছরের দীপাবলি শুধুই আলোর উৎসব। আতসবাজি ছাড়াই দীপাবলি উদযাপনের বার্তা সর্বত্রই। কলকাতা হাইকোর্টও সেই রায়ই জানিয়েছে।
এই নিয়ে করোনা জনিত শ্বাসকষ্ট প্রতিরোধে সচেতন নাগরিকের ভূমিকা পালন করার বার্তা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের। বাজি না ফাটাতে অভিনব কর্মসূচি নিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা। কোনও রকম আতসবাজি ছাড়াই দীপাবলি উদযাপনের জন্য বিভিন্ন সচেতনতামূলক পোস্টার উদ্বোধন করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। এই নিয়ে তাঁদের এক কর্মসূচি ‘বাজি ধরব না’- এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার, অধ্যাপক প্রদীপ মহাপাত্র, অধ্যাপক তপন সাহা, অধ্যাপক শ্যামল চক্রবর্তী প্রমুখ।
Be the first to comment