সীমান্তে যদি কেউ পরীক্ষা নিতে আসে তাহলে তাকে উচিত জবাব দেয়া হবে।” আজ দীপাবলি উদযাপন করতে গিয়ে রাজস্থানের জয়সলমীরে লঙ্গেওলা পোস্টে প্রধানমন্ত্রী এই ভাষাতেই সেনাদের উদ্বুদ্ধ করেন।
শুক্রবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের সেনা হামলা চালিয়েছে বিভিন্ন জায়গায়। এরফলে ভারতীয় সেনা ও বিএসএফের মোট ৫ জন জোয়ান শহীদ হয়েছেন। প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষ। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারি খুবই তাৎপর্যপূর্ণ। রাজনীতিবিদরা মনে করছেন তিনি চিনকেও বার্তা দিয়ে রাখলেন। সেনা জওয়ানদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন একাধিক দেশের সঙ্গে সীমান্ত রয়েছে ভারতের কিন্তু লঙ্গেওলা এমন একটি পোস্ট যা প্রত্যেক ভারতবাসীর কাছে জানা। আগামী বছরই লঙ্গেওলায় ভারত পাকিস্তান যুদ্ধের ৫০ বছর পূর্তি পালিত হবে।
সেনা জওয়ান দের উদ্বুদ্ধ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমরা নিজেদের পরিবার এবং কাছের মানুষের সঙ্গে দীপাবলি উদযাপন করি। আর আমার কাছের মানুষ পরিবার হলেন আপনারা। তিনি বলেন, ১৩০ কোটি ভারতীয়র হয়ে সেনা জওয়ানদের জন্য তিনি মিষ্টি এনেছেন। তিনি আরো জানান, আপনাদের সঙ্গে যত সময় কাটাই ততই দেশকে সেবা করার এবং নিরাপদ রাখার অঙ্গীকার দৃঢ় হয়।
Be the first to comment