স্পন্দন বন্দ্যোপাধ্যায় (সিনেমা প্রেমী)
আমাদের টেলিপ্যাথির জোর আর রইলো না। সংসার সম্পূর্ণ ত্যাগ করলেন অপু’ সৌমিত্র।
উত্তমকুমার চিত Aura সৌমিত্রর ছিল না। ছিল একধরনের ব্যতিক্রমী বাঙালি সংস্কৃতির দীপ্তি। যা তিনি বহন করেছেন চিরদিন। বসন্ত বিলাপের শ্যাম বা অভিযানের সিং জি বা বৃদ্ধ ন্যুব্জ অথচ আদর্শে অটল কিংলিয়র। সর্বত্র তাঁর সমান বিচরণ। সত্যজিতিয় রেনেসাঁ বাঙালির শেষ স্তম্ভ তিনি।
একাধারে এক্ষনের সম্পাদনা, কবিতা লেখা এবং মননের সমস্ত স্ফুলিঙ্গ নিয়ে তিনি ছিলেন সচল। যথেষ্ট জীবন দেখেছেন। ছিলেন অন্তহীনভাবে আশাবাদী হিরণ্ময় এক নায়ক। আমাদের অন্তরের শ্রদ্ধা।
Be the first to comment