নিজস্ব সংবাদদাতা
কালীপুজোর সন্ধ্যায় সংবর্ধিত হলেন বিশিষ্ট কবি ও ছড়াকার অংশুমান চক্রবর্তী। হাওড়ায় জমজমাট একটি অনুষ্ঠানে তাঁকে সংবর্ধিত করে হাওড়া বন্ধু মিলন সংঘ। কবির হাতে সম্মাননা প্রদান করেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। সম্মাননাপত্র পাঠ করেন হাওড়া পুরসভার প্রাক্তন পৌরপ্রতিনিধি তথা সংঘের সভাপতি ব্রতেন দাস। উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তি।
অংশুমান চক্রবর্তীর জন্ম ৫ সেপ্টেম্বর ১৯৭৬। বাবা অশ্রুরঞ্জন চক্রবর্তী বিশিষ্ট কবি। মা কল্পনা চক্রবর্তী। পেশায় সাংবাদিক অংশুমান ছোটো থেকেই সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত। ছড়া রচনা দিয়ে শুরু। লেখেন কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস ইত্যাদি। প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি কবিতা ও ছড়ার বই। পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। অংশগ্রহণ করেছেন ভারত ও বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকাশবাণী, দূরদর্শনের বিভিন্ন অনুষ্ঠানে। পরিচালনা করেছেন তথ্যচিত্র।
সাহিত্য চর্চার পাশাপাশি আবৃত্তি ও সঞ্চালনা করেন। তাঁর ধারাবাহিক ফেসবুক লাইভ ‘বাংলার ছড়া’ বহু মানুষের প্রশংসা অর্জন করেছে। বর্তমানে তিনি ছোটর দাবি, এযুগের রুদ্রাক্ষ, গা ছমছম পত্রিকার সহ সম্পাদক। অংশুমান চক্রবর্তী-র উল্লেখযোগ্য গ্রন্থ : পঁচিশে বৈশাখ ও অন্যান্য কবিতা, কিশোরী দিন কিশোরী রাত, ঈশ্বরও নতজানু হয়, বিচ্ছেদের পরে, তাকেই শুভেচ্ছা, তবুও সুখেই আছি, সব রং যাচ্ছে মিশে, বঙ্গ মনীষীদের রঙ্গ রসিকতা, তোরাই হলি আমার ছড়া, মজার দেশে যাচ্ছি ভেসে, নাম কী রে তোর?, আবৃত্তির আকাশ।
এর আগে তিনি পেয়েছেন স্বামী বিবেকানন্দ স্মৃতি পুরস্কার (২০২০), মাহেশ শ্রীরামকৃষ্ণ লাইব্রেরি ছড়াকার সম্মাননা (২০২০), সুন্দরবন অনুভব সম্মাননা (২০১৫), তপোবন সম্মাননা (২০১৪)। তিনি লিখেছেন আনন্দবাজার পত্রিকা, দেশ, সন্দেশ, উদ্বোধন, নবকল্লোল, শুকতারা, কিশোর ভারতী, আনন্দলোক, বর্তমান, যুগান্তর, তথ্যকেন্দ্র, উত্তরবঙ্গ সংবাদ, শারদাঞ্জলি, কৃত্তিবাস, কবিসম্মেলন, চির সবুজ লেখা, শিলাদিত্য, সুখবর, রঙবেরঙ, ফজলি, ছোটদের কচিপাতা, শুধু বিঘে দুই, প্রতীতি, মেটেফুল, কলকাতার যীশু, সারঙ্গ, কবিতা পাক্ষিক, ছোটর দাবি, অভিনব অগ্রণী, কিশোর দুনিয়া, শতদ্রু, রোজদিন, কিশোর জ্ঞান বিজ্ঞান, সুস্বাস্থ্য, কলেজস্ট্রিট, পুরশ্রী, মা মাটি মানুষ, প্রাগভাস, মেঘবল্লরি, গুহালিপি, জ্বলদর্চি, মহুল, ক্লেদজ কুসুম, সুইনহো স্ট্রিট, আলোর ফুলকি, ক্রান্তিক, ইসক্রা, প্রথম আলো, এযুগের রুদ্রাক্ষ, গা ছমছম, ফড়িংরাজা, ডেইলি দেশের কথা, শৈশব, প্রগামী বাংলা, ছড়াপত্র সুসাথী, শ্রুতিঅঙ্গন পত্রিকা, কথাসরিৎ কথা, বাণী প্রভৃতি পত্রিকায়।
Be the first to comment