আজ প্রয়াত হয়েছেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউডও। কি লিখলেন বলিউডের কলাকুশলীরা!
১. অনিল কাপুর লিখেছেন, ”এক কিংবদন্তী ও অনুপ্রেরণা। ”
২. রাহুল বোস লিখেছেন, ”ওনার অভনীত ছবি দেখেই বড় হয়েছি। পরবর্তীকালে যখন ১৫ পার্ক এভিনিউতে ওনার সঙ্গে কাজ করি, সেটা আমার কাছে একটা অদ্ভুত অনুভূতি ছিল। সত্যজিৎ রায়ের ছবিতে উনি কীভাবে কাজ করেছেন, সেই সংক্রান্ত উনি আমার সমস্ত প্রশ্নের উত্তর আন্তরিকভাবে ও ওদার্যের সঙ্গে দিয়েছেন। সৌমিত্রদার সঙ্গে কাজ করাটা আমার কাছে একটা বড় বিষয় ছিল। ওনার আত্মার শান্তি কামনা করি।”
৩. কোয়েনা মিত্র লিখেছেন, ”কিংবদন্তীরা চিরকাল বেঁচে থাকেন।”
৪. টিস্কা চোপড়া লিখেছেন, ”এই বছরটা আরও একজন কিংবদন্তিকে কেড়ে নিল। সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করি। আপনার ছাপ সুদীর্ঘকাল চোখ ও হৃদয়ে থেকে যাবে।”
৫. রণদীপ হুদা লিখেছেন, ”একটা যুগের চাপের অবসান। শেষ বিদায় কিংবদন্তি”।
৬. অভিনেতা মনোজ বাজপেয়ী লিখেছেন, ”খুবই দুঃখজনক ঘটনা। স্যার, আপনার আত্মার শান্তি কামনা করি। ভারতীয় চলচ্চিত্র জগত আপনার অবদানের জন্য আপনাকে চিরকাল মনে রাখবে। নতুন প্রজন্মের কাছে আপনি চিরকাল অনুপ্রেরণা হয়ে থেকে যাবেন।”
৭. পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী লিখেছেন, ”ওঁ শান্তি। আমি আপনার স্নেহ পেয়েছি। সেটাকে সবসময় লালন করব। শিল্পীর মৃত্যু হয় না।”
৮. সোহা আলি খান লিখেছেন, আপনার অভাব চিরকাল থাকবে।
Be the first to comment