বহরমপুরের মাঝদিয়ার পূর্ব পাড়ায় মাড্ডি পরিবারে গৃহকর্ত্রী রেনুকা মাড্ডি। আর ‘দাদা’ অধীর চৌধুরী। হাজারো ব্যস্ততার মাঝেও ফোঁটা নিতে অধীরবাবু ঠিক সময় করে সক্কাল সক্কাল ছুটলেন ‘বোনে’র বাড়ি।
না রক্তের সম্পর্ক নয়, এই আত্মীয়তা আত্মার। দাদা বলতে অধীর চৌধুরীকেই জানেন, তাঁকেই মানেন। রেনুকা মাড্ডির বাড়ি গিয়ে ফোঁটা নিলেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অত্যন্ত ঘরোয়াভাবেই হল ভাইফোঁটা পালন। সমস্ত রীতি-নীতি, প্রথা মেনেই ভাইফোঁটা নিয়ে বোনের হাতে শাড়ি উপহার তুলে দিলেন দাদা।
এদিন সকালে রেণুকা মাড্ডির বহরমপুরের শেখপাড়ার বাড়িতে পৌঁছে যান অধীর চৌধুরী। নিয়ম পালন করে হয় ভাইফোঁটার অনুষ্ঠান। এদিনের প্রথম ফোঁটা নেন তাঁর হাতেই। মিষ্টিমুখের পর অধীর চৌধুরী রেণুকা মাড্ডিকে একটি শাড়ি উপহার দেন। রেণুকা অধীরকে একটা ব্লেজার দেন। রেণুকা মাড্ডি বলেন, তিনি সারাজীবন অধীর চৌধুরীকে ফোঁচা দিতে চান। আর এই নেতাকে মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চান। পাল্টা অধীর চৌধুরী পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
Be the first to comment