বৃহষ্পতিবার রাজ্যসভায় প্রথমবার বক্তব্য রাখার কথা ছিল মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের। কিন্তু বিরোধীদের বিক্ষোভে বক্তব্য রাখতে পারেননি সাংসদ। তাই গতকাল সংসদে যে বক্তৃতা দেওয়ার কথা ছিল, তা শুক্রবার ফেসবুক লাইভের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরলেন কিংবদন্তী এই ক্রিকেটার। ফেসবুক লাইভ করে এদিন সচিন ভারতকে ক্রীড়াপ্রেমী দেশ থেকে খেলোয়াড়দের দেশে রুপান্তরিত করার কথা জানিয়েছেন।
তরুণ ও উন্নয়নশীল দেশ হিসেবে ফিটনেসকে প্রাথমিক অগ্রাধিকার দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন কীভাবে খেলাধুলা দেশকে ফিট করে তুলবে। এই বিশেষ প্রচেষ্টায় সামিল হতে সকলের কাছে আর্জি জানিয়েছেন সচিন। সুস্থ থাকতে খেলাধুলার প্রয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। এদিকে এদিনের বক্তব্যে মেরি কম, মীরাবাই চানু, দীপা কর্মকার ও বাইচুং ভুটিয়ার মতো খেলোয়াড়দের অবদানের কথা স্মরন করিয়ে দিতে ভোলেননি একশো সেঞ্চুরির মালিক।
Be the first to comment