সন্ত্রাসবাদে মদতদাতা দেশগুলিকে জবাবদিহির জন্য বাধ্য করতে হবেঃ প্রধানমন্ত্রী

Spread the love

বর্তমান বিশ্ব সবথেকে বড় যে সমস্যার সম্মুখীন, তা হল সন্ত্রাসবাদ। ১২ তম BRICS সম্মেলনে ফের একবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ এদিন নাম না করে পাকিস্তানকে নিশানা করে তিনি বলেন, যে দেশগুলি সন্ত্রাসবাদীদের সমর্থন করছে, তাদের জবাবদিহির জন্য বাধ্য করতে হবে। একটি সুসংহত পদ্ধতিতে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে আজকের সম্মেলনে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দেন নরেন্দ্র মোদী। সম্মেলনের সভাপতিত্ব করেন পুতিন। সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২১ সালে BRICS ১৫ বছর পার করবে। বিগত বছরগুলিতে আমাদের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত মূল্যায়নের জন্য একটি রিপোর্ট তৈরি করা যেতে পারে।

পাশাপাশি ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজ়েশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো আন্তর্জাতিক ক্ষেত্রগুলির সংস্কার করা দরকার বলেও মনে করছেন তিনি। একইসঙ্গে বর্তমান কোরোনা পরিস্থিতি থেকে নিস্তারের বিষয়েও আজকের সম্মেলনে আশার কথা শোনান প্রধানমন্ত্রী। বলেন, এই প্যানডেমিকের সময়ে ভারতের কোরোনা ভ্যাকসিন তৈরি এবং তা বিতরণ গোটা বিশ্বকে সাহায্য করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*