শুভেন্দুর সঙ্গে আলোচনায় দল, সবসময় যোগাযোগ রাখছেন দুই সাংসদ!

Spread the love

দলের পতাকা ছাড়া সভা করেছেন। অনুপস্থিত থেকেছেন দল ও মন্ত্রীসভার বৈঠকে। এমনকী নন্দীগ্রামে শহিদ দিবস উপলক্ষ্যে সকালে তিনি সভা করার পর বিকেলে তৃণমূলের তরফে পৃথক সভা করা হয়েছে। এই পরিস্থিতিতে আলোচনার পথই বেছে নিয়েছে তৃণমূল নেতৃত্ব। রবিবার শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের এক প্রবীণ নেতা বৈঠক করেন বলে সূত্রের খবর। যদিও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চাইছে না কোনও পক্ষই।

সংবাদসংস্থা PTI সূত্রে খবর, রবিবার প্রায় দু’ঘণ্টা ধরে শুভেন্দুবাবুর সঙ্গে বৈঠক করেন দলের এক প্রবীণ নেতা । নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা সংবাদসংস্থাকে বলেন, তাঁদের মধ্যে বিভিন্ন ইশুতে আলোচনা হলেও সে বিষয়ে এখনই কিছু বলা যাবে না । দলের দুই সাংসদ শুভেন্দু অধিকারীর সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন তিনি ।

গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে ব্যানার দেখা গেছে । নিচে লেখা-“আমরা দাদার অনুগামী” । তিনিও দলের পতাকা ছাড়াই একাধিক জায়গায় সভা করেছেন তিনি । সঙ্গে এমন কিছু মন্তব্য করেছেন যা তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আরও জল্পনা বাড়িয়েছে । তার উপর নন্দীগ্রামে শহিদ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান থেকে নাম করেই তাঁকে আক্রমণ করেছেন তৃমমূল নেতা পূর্ণেন্দু বসু । সরাসরি না করলেও তাঁদের মন্তব্যের জবাব দিয়েছেন শুভেন্দুও ।

এই পরিস্থিতিতে কয়েকদিন আগেই কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি গিয়েছিলেন প্রশান্ত কিশোর । তবে তাঁর দেখা পাননি । কথা হয় তাঁর বাবা শিশির অধিকারীর সঙ্গে ।তাঁর দলবদলের জল্পনার মাঝে আলোচনার পথেই থাকতে চাইছে তৃণমূল নেতৃত্ব । তাঁর অভিযোগগুলোও তারা শুনতে চাইছে বলে সূত্রের খবর ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*