মৃত্যুর তিনদিন পরে গল্ফগ্রিনে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বুধবার সকালে সৌমিত্রবাবুর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন অধীরবাবু। সৌমিত্র কন্যা পৌলোমী বসুর সঙ্গে কথা বলে যাবতীয় সাহায্যের আশ্বাসও দেন তিনি।
পরে বেরিয়ে এসে তিনি তাঁর অভিজ্ঞতার কথা বলেন। একই সঙ্গে তিনি খোঁচা দেন বর্তমান রাজ্যের শাসক দলকে। যেভাবে মারা যাওয়ার পর সৌমিত্রবাবুকে নিয়ে রাজ্যের শাসকদল কেওড়াতলা মহাশ্মশান পর্যন্ত নিজেদের ঘেরাটোপ বজায় রাখল, কেন এই সৌমিত্র চট্টোপাধ্যায়কেই ক্ষমতায় আসার পর সব কমিটি থেকে বাদ দেওয়া হয়েছিল? এইসব প্রশ্নই উঠে এল প্রদেশ কংগ্রেস সভাপতির গলায়।
পাশাপাশি তিনি আরও দাবি করলেন, সৌমিত্রবাবুর নামে একটি অডিটোরিয়াম তৈরি করার। পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের কাছে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে একটি চেয়ার রাখার দাবি জানান।
তবে তাঁর বাবাকে নিয়ে কোনোরকম রাজনীতি চান না সৌমিত্র কন্যা।
Be the first to comment