এ রাজ্যে বিধানসভা নির্বাচনে জয় পেতে পাঁচ সর্বভারতীয় নেতাকে মাঠে নামিয়েই নিশ্চিন্ত থাকছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব। ওই পাঁচ নেতা পাঁচ জোনে সংগঠনের সঙ্গে দফায় দফায় বৈঠক করে রিপোর্ট দেওয়ার পরে, এখন থেকে প্রতি মাসে অন্তত দুবার অমিত শাহ এবং অন্তত মাসে তিনবার জেপি নাড্ডা রাজ্যে আসবেন। তাঁরা এসে ত্রুটি-বিচ্যুতি কিছু থাকলে বা বড় প্রয়োজন কিছু থাকলে সে বিষয়ে কথা বলবেন রাজ্য নেতাদের সঙ্গে।
বুধবার দিল্লি যাওয়ার আগে রাজ্য সভাপতি দীলিপবাবু বলেন, সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমাসেই এরাজ্যে আসবেন। তবে তাদের সূচি এখনো তৈরি হয়নি।
এদিন সকালেই বিজেপির সর্বভারতীয় পাঁচ দায়িত্বপ্রাপ্ত নেতা পাঁচ জোনে পৌঁছে যান। কলকাতা ছাড়াও, মেদিনীপুর, নবদ্বীপ, উত্তরবঙ্গে পৌঁছে ওই নেতারা সেখানে সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
আগামী তিনদিন ধরে তারা দফায় দফায় বিভিন্ন শাখা কমিটির সঙ্গে ও অভিজ্ঞদের সঙ্গে বৈঠকের পর দিল্লিতে তাদের রিপোর্ট পাঠাবেন। তাদের রিপোর্ট পাওয়ার পর এ মাসের শেষেই রাজ্যে আসতে পারেন অমিত শাহ।
শুধু ঘটা করে একবার নয়, আগামী মাস থেকে নিয়ম করে অমিত শাহ এবং জেপি নাড্ডা যে রাজ্যে আসবেন, তা জানিয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। ফলে আগামী বছর পাঁচ রাজ্যের বিধানসভা ভোট থাকলেও, বিজেপির কাছে এই রাজ্য কতটা গুরুত্বপূর্ণ তা এই তথ্য দেখেই বোঝা যাচ্ছে।
Be the first to comment