আজ সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাংলায় রাষ্ট্রপতি শাসন নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার আছে তবে সেটা জারি করার একটি প্রক্রিয়াও আছে, তার জন্য রাজ্যপালের রিপোর্টের দরকার পড়ে আমরা বললেই তো আর হবে না। আমরা চাই না নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়া হোক। নৈতিক দিক থেকে তা ঠিক নয়। আমরা নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়ার পক্ষে নই তবে পরিস্থিতি যা হবে, যা সিদ্ধান্ত নেবে তাই আমরা মেনে নেব।”
সুজাপুর নিয়ে তিনি বলেন, “অনেক জেলাতেই ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে। বারবার বিস্ফোরণে মানুষ মারা যাচ্ছে। এর সাথে জঙ্গী-জামাতের যোগাযোগ দেখা যাচ্ছে। মুর্শিদাবাদে বারবার উগ্রপন্থী ধরা পড়েছে সুতরাং রাজ্য সরকারের উপর বাংলার মানুষের ভরসা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি পশ্চিমবঙ্গের খারাপ দিকে যাচ্ছে। জেলায় জেলায় বোমা, বন্দুক,উগ্রপন্থীরা ধরা পড়ছে। সীমান্তবর্তী প্রদেশের সাথে দেশের যোগাযোগ আছে। তিনি আরোও বলেন, সামনে নির্বাচন ভারতবর্ষের সুরক্ষার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ঘটনা তদন্ত করুক চাই আমরা।”
তারপর তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক, সাংসদরা বহিরাগত পিকেকে নিয়ে অত্যন্ত ক্রুদ্ধ। তিনি আগে নিজের কথা ভাবুন নিজের দলের কথা ভাবুন, তৃণমূলের সাহারার প্রয়োজন। সিপিএম, কংগ্রেস, টিএমসি,মিম সব একসঙ্গে থাকুক, বিজেপি একলা একদিকে- ওরা লড়ে নিক। আমরা মীমকে ভরসা ও করিনা, ভয় ও পাইনা। সবাই আমাদের বিপক্ষে থাকলেও লড়াই করে আমরা বাংলায় ক্ষমতায় আসব।”
Be the first to comment