আজ সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল নেতা ব্রাত্য বসু। এদিন তিনি বলেন, “বহিরাগতরা বাংলায় এসে ঘোরাফেরা করছে, যারা রবীন্দ্রনাথ, বিরসা মুণ্ডাকে চেনে না। এই তান্ডব বিদ্যাসাগরের মূর্তি ভাঙার এক পরম্পরা। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্ববাংলা- অর্থাৎ, বাংলার মুখ দিয়ে দেশকে দেখা, দেশের মাধ্যমে পৃথিবীকে দেখা, আন্তর্জাতিক স্তরে আজ বাংলাকে তুলে ধরা হচ্ছে।”
তিনি আরোও বলেন, “২০১১ সালে আমরা ক্ষমতায় আসার পর মতুয়া সংঘ থেকে একজন পূর্ণ ক্যাবিনেট মিনিস্টার হিসেবে শপথ নিয়েছেন। আজ যারা দলিত নমশূদ্র দের নিয়ে রাজনীতি করছে তাদের মন্ত্রিসভায় মতুয়াদের কোন স্থান নেই। যারা এসে তান্ডব করছেন তারা বাংলার কি বোঝেন?”
আজ ব্রাত্যবাবু বলেন, “২০১৯ সালে মতুয়া ঠাকুরবাড়ি থেকেই একজন জনপ্রতিনিধি সাংসদ হয়েছেন অথচ তাকে কোন মন্ত্রিত্বই দেওয়া হয়নি, এতটা অপমান কি তাদের প্রাপ্য ছিল?” এদিন ব্রাত্যবাবু বলেন, “ওনারা চান বহিরাগতরাদের দিয়ে আমাদের নিয়ন্ত্রণ করবেন, আর আমাদের মাথা নত করে থাকতে হবে? আমাদের বাঙালি জাতির কি এই দুর্দশা এসেছে?”
Be the first to comment