ভেন্টিলেশনে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

Spread the love

অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ-এর শারীরিক অবস্থার অবণতি ৷ তাঁর শরীরের একাধিক অঙ্গ বিকল হওয়ার কারণে, তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে ৷ অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘করোনা পরবর্তী উপসর্গ নিয়ে তরুণ গগৈকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷

তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটেনি বরং আরও খারাপ হতে শুরু করে ৷ মারাত্মক শ্বাসকষ্টে ভুগছেন তিনি ৷ প্রথম থেকেই তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে ৷ শনিবার তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায়, চিকিৎসকরা তাঁর ইনটিউবেশন ভেন্টিলেশন শুরু করেছে ৷’

প্রসঙ্গত, আগস্ট মাসের শেষের দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ৷ করোনার চিকিৎসার পর অক্টোবর মাসে হাসপাতাল থেকে ছাড়াও পান তিনি ৷ তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে, নভেম্বর মাসের শুরুতে ফের অসুস্থ বোধ করায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*