শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ২৬০ রান করলো ভারত। রোহিত ৪৩ বলে ১১৮ রান করে আউট হন। অপর ওপেনার লোকেশ রাহুল ৪৯ বলে ৮৯ রান করেন। রোহিত আজ শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন। ১১টি বাউন্ডারি ও ৮টি ছক্কার সাহায্য ৩৫ বলে ১০১ রান করেন রোহিত। তিনি টি-২০ ম্যাচে দ্রুততম শতরানের রেকর্ড স্পর্শ করলেন। এর আগে এই রেকর্ড ছিল ডেভিড মিলারের। তাঁর সঙ্গে একই সারিতে এখন রোহিত। আর এক ওপেনার রাহুলও মারমুখি মেজাজে ছিলেন। রোহিত আউট হয়ে যাওয়ার পর তিনিও রানের গতিকে বাড়াতে থাকেন। তিনিও ৮টি ছক্কা এবং ৫টি চার মেরেছেন। মহেন্দ্র সিংহ ধোনি ২১ বলে ২৮ রান এবং হার্দিক পাণ্ড্য ৩ বলে ১০ রান করে আউট হন।
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে বড় ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। আজও ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক থিসারা পেরেরা। আজও তাঁর এই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হয়। রোহিত ও রাহুলের দাপটে ভারতের জয় কার্যত নিশ্চিত।
Be the first to comment