ভোটের আগে অনেকে আসবে, ভোটের জন্যে ব্যাঙ্কে টাকা দেবে; কেন্দ্রের সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

Spread the love

আজ বাঁকুড়া জেলার খাতড়ায় প্রশাসনিক জনসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “করোনা পরিস্থিতিতে অনেক রাজ্যে বেতন কমিয়ে দিয়েছে। কেন্দ্র এমপি ল্যাডের টাকা বন্ধ করে দিয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ফ্রিজ করে দেওয়া হয়েছে। এমনকি মাসে একদিন করে বেতনও কাটা হচ্ছে। কিন্তু এরাজ্যে কারও বেতন, পেনশন বন্ধ হয়নি।রাজ্যের স্কিমে যাঁরা চাকরি করেন, তাঁদের কারও চাকরি আমরা নষ্ট করিনি। 

মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রর থেকে টাকার আমরা ভাগ পাই। দয়া করে দেয় না। কেন ১০০ দিনের কাজের টাকা তিন মাস পরে আসবে?  বিআরজিএস প্রকল্পের টাকা এখনও পাইনি আমরা। তিনি বলেন, “আমরা আপনাদের জন্যে কাজ করব। ভোটের আগে অনেকে আসবে। ভোটের জন্যে ব্যাঙ্কে টাকা দেবে। মনে রাখবেন, ওটা আপনাদের হকের খাতা। ভোট আপনারা আমাদের দেবেন।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*