দলের সঙ্গে দূরত্ব ক্রমশ বাড়ছে শুভেন্দুর?

Spread the love

নভেম্বরের শেষ হলেও শীত এখনও তেমন পড়েনি। সকালের মিঠে রোদের উষ্ণতা ছুঁয়ে যাচ্ছে সবাইকে। শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কে কিন্তু ততটা উষ্ণতা নেই তা বোঝাই যাচ্ছে। শীতলতা কাটাতে গতকাল সৌগত রায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক হয়েছে বলে জানা যায়। বৈঠকে যে ততটা ফলপ্রসূ হয়নি, তা শুভেন্দুর আজকের কর্মসূচি দেখেই বোঝা গেল। মঙ্গলবার ২৪ নভেম্বর খেজুরি দিবস। প্রতি বছর এই দিনটি পালন করেন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের ব্যানারে। এবার ঘটল তার ব্যতিক্রম। অরাজনৈতিক ব্যানারে খেজুরির বাঁশগোড়া থেকে কামারদা পর্যন্ত পদযাত্রা শুরু করলেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে পোস্টার। তাতে লেখা ‘হার্মাদমুক্ত দিবস পালন করুন’, ‘২৪ নভেম্বর— সন্ত্রাসমুক্ত দিবস পালন করুন’। তবে শুভেন্দুর অনুগামীদের হাতে যে বড় ব্যানারটি লক্ষ্য করা গেল তাতে লেখা ‘বাংলার মুক্তিসূর্য শুভেন্দু অধিকারী’। ইঙ্গিত স্পষ্ট।‘আমার দাদার অনুগামী’ এই পোস্টার বাংলার বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে। সুতরাং তৃণমূল কংগ্রেসের সঙ্গে শুভেন্দুর বিরোধ মেটার যে জল্পনা শোনা গিয়েছিল, তা যে খুব একটা ফলপ্রসূ হয়নি, তা বোঝাই যাচ্ছে। তাঁর এই কর্মসূচি প্রমাণ করে দলের সঙ্গে দূরত্ব দিনকে দিন বাড়ছে তাঁর। এই মিছিল থেকে কি বার্তা শুভেন্দু দেন, তা জানার অপেক্ষায় এখন সবাই। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*