করোনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে বকেয়া টাকা চাইলেন মমতা বন্দোপাধ্যায়

Spread the love

প্রধানমন্ত্রীর সঙ্গে করোনা রিভিউ বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য অর্থ দাবি জানালেন। বুধবার বেলা ১১ টা থেকে আটটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, করোনা মোকাবিলায় টাকার প্রয়োজন। কিন্তু কেন্দ্র জি এস টি বাবদ প্রাপ্য ৮৫০০ কোটি টাকা এখনো রাজ্যকে দেয়নি। সরকার ইতিমধ্যেই চার হাজার কোটি টাকা খরচ করে ফেলেছে করোনা মোকাবিলায়। অথচ কেন্দ্র মাত্র এখন পর্যন্ত ১৯৩ কোটি টাকা দিয়েছে রাজ্যকে।

মমতা বলেন, রাজ্য়ের অধিকাংশ ক্ষেত্রে মানুষের ধারণা কোরোনা ভাইরাসের প্রভাব আর নেই ৷ কেউ কোরোনার থেকে বাঁচতে প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলছেন না বলে জানান মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ যা রাজ্য় সরকারকে চিন্তায় ফেলেছে ৷

তবে, এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করে দিয়েছেন, যে কোরোনার বিরুদ্ধে প্রথম সারিতে লড়াই করা যোদ্ধাদের সবার আগে ভ্য়াকসিন দেওয়া হবে ৷ তবে, কবে সেই ভ্য়াকসিন আসবে তা এখনই স্পষ্ট করে কিছু জানাননি তিনি ৷ প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের কাছে কোরোনার ভ্য়াকসিন পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য় ৷ তবে, সেই ভ্য়াকসিন কতদিনে আসবে তা এখনই বলা সম্ভব নয় ৷

তবে তিনি আশ্বাস দিয়েছেন, ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যে সব সংস্থা ভ্য়াকসিন তৈরির কাজ করছে, তাদের প্রায় সবার ভ্য়াকসিন তৈরির কাজ শেষ পর্যায়ে চলে এসেছে ৷ তাই গবেষণার কাজ শেষ হলেই, ভ্য়াকসিন দ্রুত সরকারের হাতে চলে আসবে ৷

হরিয়ানার মুখ্য়মন্ত্রী সি এম খট্টর জানান, তাঁরা তিন ধাপে কোরোনার ভ্য়াকসিনেশনের কাজ করবেন ৷ প্রথম পর্যায়ে চিকিৎসক ও স্বাস্থ্য় কর্মীদের ভ্য়াকসিন দেওয়া হবে ৷ দ্বিতীয় ধাপে ভ্য়াকসিন পাবেন যাঁরা জরুরি পরিষেবা ও সামগ্রী সরবরাহ করেন এবং তৃতীয় ধাপে বয়স ও চাহিদা অনুযায়ী কোরোনার ভ্য়াকসিনেশন করানো হবে বলে জানান হরিয়ানার মুখ্য়মন্ত্রী ৷

এদিনের সভার শেষে প্রধানমন্ত্রী এও জানিয়েছেন, কোরোনায় সুস্থ হওয়া ও মৃত্য়ুর পরিসংখ্য়ানে বিশ্বের অন্য়ান্য় দেশের থেকে ভারত অনেক ভালো জায়গায় অবস্থান করছে। যা কোরোনা মোকাবিলার ক্ষেত্রে অনেক বড় সাফল্য় বলে জানান তিনি ৷

এদিন প্রথমে দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশের মতো নতুন করে করোনা সংক্রমণ বাড়তে থাকা আট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রিভিউ মিটিং করেন প্রধানমন্ত্রী। এরপর ভ্যাকসিন নিয়ে তার দ্বিতীয় বৈঠক করার কথা দেশের সব রাজ্যের সঙ্গে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*