আগামী বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনায় বসবেন রাহুল গান্ধি ৷ শুক্রবারের ওই বৈঠকে অংশ নেবেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা জিতিন প্রসাদ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি এবং রাজ্য় বিধানসভা কংগ্রেসের নেতা আবদুল মান্নান ৷ পুরো বৈঠকটি ভার্চুয়ালি আয়োজন করা হয়েছে ৷ প্রসঙ্গত, সম্প্রতি আবদুল মান্নান কোরোনা আক্রান্ত হয়েছেন ৷
আগামী বছরের শুরুতেই ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন হবে ৷ যেখানে বাংলার ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের কাছে সবচেয়ে বড় পরীক্ষা সরকার বাঁচানোর ৷ কারণ, ২০১৯ লোকসভার পর বিজেপি তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে ৷ সেখানেই কংগ্রেসের কাছে নিজেদের হারানো মাটি ফিরে পাওয়ার লড়াই ৷
গত বিধানসভায় বামেদের জোটে সঙ্গে লড়াই করে ৪৪ আসন নিয়ে দ্বিতীয় সংখ্য়া গরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছিল কংগ্রেস ৷ তবে, সেই ৪৪ বিধায়কের মধ্য়ে অধিকাংশই এখন শাসক দল তৃণমূলে যোগ দিয়েছেন ৷ ফলে নিজেদের হারানো জমি আবারও ফিরে পাওয়ার লক্ষ্য়ে শুক্রবার ওই বৈঠকে বসছেন রাহুল ৷
তবে, কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তে দোলাচলে রয়েছে ৷ সূত্রের খবর, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের একটা অংশ তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেছে ৷ তবে, রাজ্য় নেতৃত্ব আবার মৌখিকভাবে বামেদের সঙ্গে আসন বণ্টন নিয়ে কথা বলে রেখেছে ৷ তবে, সে বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি কংগ্রেস হাইকমান্ড ৷
তৃণমূলের সঙ্গে জোটের সম্পূর্ণ বিরোধী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি এবং দীপা দাশমুন্সি ৷ তবে, বামেদের সঙ্গে জোটে তাঁদের কোনও আপত্তি নেই বলেই সূত্রের খবর ৷ এই পরিস্থিতিতে জোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ কারণ বিধানসভা নির্বাচনের দ্রুত প্রস্তুতি শুরু করতে চাইছে তারা ৷
অন্য়দিকে, বিহার নির্বাচনের মতো, এবার পশ্চিমবঙ্গ বিধানসভাতেও মিম বড় ফ্য়াক্টর হতে চলেছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন ৷ আর পশ্চিমবঙ্গের লড়াইয়ে ২৯৪ আসনের মধ্য়ে ৯০টি আসনে সংখ্য়ালঘু ভোটারের আধিক্য় অনেক বেশি ৷ আর এই বিপুল পরিমাণ সংখ্য়ালঘু ভোট সরকার গড়তে বড় ভূমিকা নিতে চলেছে বাংলার রাজনীতিতে ৷ আর সেখানেই মিম আর তৃণমূলের বিরুদ্ধে ত্রিমুখী লড়াইয়ে নামতে হবে কংগ্রেসকে ৷
Be the first to comment