‘মৌলিক কর্তব্য পালন করুন’, ‍সংবিধান দিবসে মুখ্যমন্ত্রীকে টুইট খোঁচা রাজ্যপালের

Spread the love

সংবিধান দিবসের সকালে ফের টুইটে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন রাজ্যপাল। পরামর্শ দিলেন সংবিধান মেনে বাংলা শাসনের। এদিন সরকারি কর্মীদেরও নিশানা করেন জগদীপ ধনকড়।

রাজ্য-রাজ্যপালের সম্পর্ক কোনওদিন মধুর নয়। বারবার একাধিক ইস্যুতে একে অপরকে নিশানা করেন মুখ্যমন্ত্রী-রাজ্যপাল। বাঁকুড়ার সভা থেকে নাম না করেই বারবার টুইটে রাজ্যের কাজের সমালোচনা করা নিয়ে ধনকড়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই আক্রমণকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যপাল।  বৃহস্পতিবার ফের টুইটে মুখ্যমন্ত্রীকে ফের খোঁচা দিলেন জগদীপ ধনকড়। সংবিধান দিবসের সকালে পরপর দুটি টুইট করেন রাজ্যপাল। একটি টুইটে সকলকে মৌলিক কর্তব্য পালনে প্রতিশ্রুতি বদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

https://twitter.com/jdhankhar1/status/1331819043678916608

পরের টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। সংবিধান পালনের পরামর্শ দেন তিনি। সরকারি কর্মীদের উদ্দেশ্য করে লেখেন, রাজনৈতিক মতাদর্শ ছেড়ে সরকারি কর্মীদের সংবিধানের মশাল হতে হবে।

https://twitter.com/jdhankhar1/status/1331819659029409792

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*