গৃহীত হয়েছে শুভেন্দু অধিকারীর ইস্তফা পত্র। কালীঘাটের বাড়িতে দলের শীর্ষ নেতাদের ডেকে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বসবে জরুরি বৈঠক। অপর দিকে জানা গিয়েছে, কাল দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী৷ সেখানেই বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর। বৈঠকের পরই বিজেপিতে যোগদান করবেন শুভেন্দু ৷ এই নিয়ে জল্পনা তুঙ্গে।
তবে আলাদা একটি মঞ্চও করতে পারেন তিনি। রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি ৷ আজই দফতর বণ্টনের সম্ভাবনা ৷ দলীয় সূত্রে খবর, সেচমন্ত্রী হতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ পরিবহণমন্ত্রী হতে পারেন ফিরহাদ বা অরূপ বিশ্বাস ৷ আলোচনা হবে শুভেন্দু অধিকারীর পরবর্তী পদক্ষেপ নিয়েও, মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে গিয়েছে ইস্তফা পত্র। সেই ইস্তফাপত্রের একটি কপি রাজ্যপালকেও পাঠিয়েছেন শুভেন্দু। তবে মন্ত্রিত্ব ছাড়লেও এখনও পর্যন্ত বিধায়ক পদ ছাড়েননি তিনি। জানা গিয়েছে, আগামীকাল দিল্লি রওনা হবেন। দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক হতে পারে তাঁর। বৈঠকের পরই বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন বলে জল্পনা তুঙ্গে।পাশাপাশি, দিল্লি থেকে নিজের পৃথক মঞ্চের কথাও ঘোষণা করতে পারেন। ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন তৃণমূল নেতা মিহির গোস্বামীও ৷
গতকাল HRBC-র চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। আজ হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকেও তিনি সরে দাঁড়িয়েছেন। অর্থাৎ বিধায়ক পদ ছাড়া মন্ত্রিত্ব সহ সব কয়েকটি পদ থেকে সরে দাঁড়ালেন শুভেন্দু। তবে এখনও পর্যন্ত দল ছাড়েননি তিনি। ফলে তাঁর দল থেকে ইস্তফা না দেওয়া নিয়ে কিছুটা আশাবাদী তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এদিকে দিল্লি থেকে ফিরে তৃণমূল থেকে ইস্তফা দিতে পারেন শুভেন্দু, মনে করছে ওয়াকিবহাল মহল। তবে দিল্লি গিয়ে কী সিদ্ধান্ত নেন এই তৃণমূল নেতা এখন সেইটা দেখার।
Be the first to comment