বাংলায় একদিনে কিছুটা কমল সংক্রমণ ও মৃতের সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৪৬ জনের ৷ আক্রান্ত আরও ৩,৪৮৯ জন ৷ অনেক দিন পর দৈনিক সংক্রমণের সংখ্যাটা সাড়ে তিন হাজারের নিচে নেমে এল ৷ ফলে কমছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ বাড়ছে সুস্থতার হার ৷
শুক্রবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে আক্রান্ত ৩৪৮৯ জন৷ বৃহস্পতিবার ছিল ৩৫০৭ জন ৷ তুলনামূলক সামান্য কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্ত ৪ লক্ষ ৭৩ হাজার ৯৮৭ জন ৷ একদিনে বাংলায় ৪৬ জনের মৃত্যু হয়েছে ৷ বৃহস্পতিবার ছিল ৫২ জন ৷
ফলে দৈনিক মৃতের সংখ্যাটা নিম্নমুখী ৷ তবে সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৮,২৭০ জন ৷ মৃত ৪৬ জনের মধ্যে কলকাতার ১৬ জন ৷ আর উত্তর ২৪ পরগণায়ও ১২ জন ৷ দক্ষিণ ২৪ পরগণায় ৩ জন৷ হাওড়ার ১ জন ৷ হুগলি ১ জন ৷ পশ্চিম বর্ধমান ১ জন৷ পূর্ব মেদিনীপুর ১ জন৷ ঝাড়গ্রাম ১ জন৷ বীরভূম ২ জন ৷ নদিয়া ২ জন ৷ মুর্শিদাবাদ ২ জন ৷ জলপাইগুড়ি ১ জন৷ দার্জিলিং ১ জন৷ কোচবিহার ১ জন ৷ আলিপুরদুয়ার ১ জন ৷ রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩,৪৯৬ জন ৷ বৃহস্পতিবার ছিল ৩,৫৩৭ জন ৷ তুলনামূলক কম ৷
তবুও বাংলায় এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৪১ হাজার ১০০ জন ৷ সুস্থতার হার বেড়ে ৯৩.০৬ শতাংশ ৷
Be the first to comment