শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পর দলের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে ফের জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো ৷ ৪ ডিসেম্বর তৃণমূলের জেলা সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ এই বৈঠকে দলের সাংগঠনিক বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন তৃণমূল নেত্রী।
২০২১-এর নির্বাচনের আগে দলীয় সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এমন সময় শুভেন্দুকে নিয়ে বিড়ম্বনায় পড়েছে তাঁর দল। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ছাড়াও প্রতিটি জেলায় শুভেন্দুর অনুগামী রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে শুভেন্দুর মন্ত্রিত্ব ছাড়াটা কতটা প্রভাব ফেলেছে দলের অন্দরমহলে তা নিজেই চাক্ষুষ করে নিতে চান তৃণমূল সুপ্রিমো। সম্প্রতি বাঁকুড়া সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রশাসনিক কাজের পাশাপাশি দলের সাংগঠনিক কাজে নজর দেবেন তিনি। সেইমতো একগুচ্ছ পরিকল্পনা করেছেন তিনি।
৭ ডিসেম্বর থেকে জেলা সফর শুরু করবেন তৃণমূল সুপ্রিমো । প্রথমেই শুভেন্দুর গড়ে সভা করবেন । এর পর একে একে অন্য জেলাগুলিতে যাবেন । তার আগে ৪ ডিসেম্বর দলীয় বৈঠক করে নেতাদের মন বুঝে নিতে চাইছেন মমতা । কারা কারা বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছেন তা উপলব্ধি করে পরবর্তী রণকৌশল তৈরি করবেন তিনি। পাশাপাশি বৈঠক থেকে দোদুল্যমান নেতাদের প্রতি কড়া বার্তাও দিতে পারেন ৷
Be the first to comment