আজ রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে প্রকল্প চালু হবে। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী বাঁকুড়া সফরে গিয়ে ঘোষণা করেছিলেন আগেই। এই প্রকল্প অনুযায়ী, প্রশাসনিক কর্তারা মানুষের বাড়ি-বাড়ি গিয়ে অভাব-অভিযোগ শুনবেন। এছাড়া কোনও সরকারি প্রকল্প থেকে কেউ বাদ পড়লে তার নাম নথিভুক্ত করা হবে। রাজ্য সরকারের মোট ১২টি প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ।
আগামী বছরের ৩০শে জানুয়ারি পর্যন্ত চলবে এই “দুয়ারে দুয়ারে সরকার” অভিযান। প্রথম ধাপ চলবে ১-১১ ডিসেম্বর ২০২০। মোট চারটি ধাপে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে
সাধারণ মানুষের মধ্যে। তৃতীয় ধাপে ২-১২ জানুয়ারি ২০২১ পর্যন্ত সরকারি কর্মীরা লোকজনের কাছে পৌঁছে যাবেন। দ্বিতীয় ধাপ ১৫-২৪ ডিসেম্বর ২০। চতুর্থ ধাপ ১৮-২৮ জানুয়ারি ২১। প্রশাসনিক আধিকারিকরাও থাকবেন সেই দলে।
Be the first to comment