তথ্যপ্রযুক্তিতে বড় বিনিয়োগ, প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

২০টি আইটি কোম্পানিকে রাজ্যে জমি দেওয়ার কথা নবান্নের বৈঠক থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর ফলে রাজ্যে হাজার হাজার ছেলে মেয়ের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে আশা মুখ্যমন্ত্রীর ৷

এদিন নবান্নের বৈঠক থেকে তিনি বলেন, গতবছর একশো একর জমি নিয়ে নিউটাউনে গড়া হয়েছিল সিলিকন ভ্যালি ৷ আমি ভেবেছিলাম এত বড় জমি হয়ত খালি থাকবে ৷ কিন্তু বছর ঘুরতে ঘুরতেই সেগুলো পূর্ণ হয়ে গিয়েছে ৷ ২০টি আইটি সংস্থা সিলিকন ভ্যালিতে জমি চেয়েছিল। কর্মসংস্থানের জন্য আগে ১০০ একর জমি দিয়েছিলাম। সিলিকন ভ্যালিতে আরও ১০০ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা ৷

এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রী জানান, উইপ্রো রাজ্যে নয়া প্রকল্প নিয়ে আসছে তাই জমি চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছে ৷ ইনফোসিসও কলকাতায় আরও একটি ইউনিট খুলতে চলেছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফলে রাজ্যের মেধাবী ছেলে মেয়েদের কাছে কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হল বলে মনে করছে সরকার ৷

এছাড়া জলপাইগুড়িতেও এক নামী সিমেন্ট সংস্থা তাদের নতুন প্রজেক্ট নিয়ে আসছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ কারখানার জন্য সেখানেও জমি দিয়েছে সরকার ৷ এই নয়া প্রকল্পগুলির পাশাপাশি সহযোগী শিল্পও গড়ে উঠবে, সেক্ষেত্রেও স্থানীয় মানুষদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মত মুখ্যমন্ত্রীর ৷

এছাড়া সরকারের তরফে ৬১৭টি সরকারি মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হবে। এর ফলে ৩.৬৪ লক্ষ মানুষের জীবিকা ও আয়ের তৈরি হবে। সরকারি মেলা, প্রদর্শনীতে ১৫৬ কোটির কেনাবেচা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/3754909351215566/

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*