নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মাঝেরহাট ব্রিজের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী ৷ মাঝেরহাট ব্রিজের নতুন নাম “জয় হিন্দ ব্রিজ”৷
পাশাপাশি রাজ্যের লোকশিল্পী ও সাংস্কৃতিক শিল্পীদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, রাজ্যে ৬১৭ টি মেলার আয়োজন করা হয়েছে ৷ এই মেলার জন্য লোকশিল্পী ও সাংস্কৃতিক শিল্পীরা উপকারিত হবেন ৷
তিনি আরও দাবি করেন, এই মেলার জন্য ১৫৬ কোটি টাকার কেনাবেচা হবে ৷ 3.64 লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে ৷ সমগ্র বিষয়টির উল্লেখ রয়েছে “বাংলা মোদের গর্ব” বইটিতে ৷ আজ বইটি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷
Be the first to comment